কিশোরগঞ্জ জেলা কারাগারে সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের (সহকারী প্রধান কারারক্ষী নং: ১২০০৪) রোকনুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন। রবিবার (২৪ আগস্ট ২০২৫) কারারক্ষী মেহেদীর হাতে হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত কারারক্ষী হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন রোকনুজ্জামানকে। এতে তার হাত ও পা ভেঙে যায়,সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামান দীর্ঘদিন ধরে রিজার্ভের দায়িত্ব পালন করতেন কিশোরগঞ্জ জেলা কারাগারে। সেখানে তার সহকর্মীদের অভিযোগ, তিনি চাকরি জীবনে অধীনস্থদের সঙ্গে প্রায়শই দুর্ব্যবহার করতেন এবং রিপোর্ট ছাড়া কারও কথা শুনতেন না। এ কারণে ক্ষোভ থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত সহকারী প্রধান কারারক্ষী রোকনুজ্জামান বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে রোকনুজ্জামান কিশোরগঞ্জ জেলা কারাগারে বিভিন্ন অনিয়ম করে আসছে।
এ বিষয়ে ২৫ আগষ্ট কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ৪৯।
মামলায় উল্লেখ করা হয়, ২৪ আগষ্ট সন্ধ্যায়
সহকারী প্রধান কারারক্ষী নং-১২০০৪ মোঃ রোকনুজ্জামান রোলকলে আসার জন্য প্রস্তুতি গ্রহণকালে কারারক্ষী নং-১৫২১৩ মোঃ আল আমিন শিকদার (২৬), কারারক্ষী নং-১৪৩৪২ মোঃ মেহেদী হাসান রানা (২৬) তারা পূর্ব বিরোধের জের ধরে একই উদ্দেশ্যে কারারক্ষী রুমে অবস্থানরত সহকারী প্রধান কারারক্ষী নং-১২০০৪ মোঃ রোকনুজ্জামান এর রুমে হাতুড়ি, কেচি ও পেট্রোল সহ প্রবেশ করে দরজার ছিটকিনি লাগিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে সাথে থাকা হাতুড়ী দিয়ে পিটিয়ে হাতের শাহাদাত আঙ্গুল ভেঙ্গে ফেলে। তারা রুমের ভিতর থাকা লোহার রড (বেড এর / মশারীর স্ট্যান্ড) দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে বাম পায়ের হাটুর মধ্যে মারাত্নক হাড়ভাঙ্গা জখম করে। রুমের ভিতর থাকা ধারালো কেচি দিয়ে রোকনুজ্জামান এর বাম পায়ের হাটুর নিচে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে বলে মামলায় উল্লেখ করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন