তথ্য প্রযুক্তিতে নিরাপত্তা ও গোপনীয়তার নতুন দিগন্ত উন্মোচনে আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি) আয়োজিত হলো ‘Steganography & Digital Watermarking’ শীর্ষক এক বিশেষ সেমিনার। আজ শুক্রবার (০৯ মে ২০২৫) রাজধানীর রামপুরায় আইসিটিইএসবি’র অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে প্রযুক্তি সংশ্লিষ্ট পেশাজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো: আশিক আল আজিজ। দীর্ঘ ২ ঘণ্টা ৩০ মিনিটের এই উপস্থাপনায় তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন কিভাবে Steganography ও Watermarking প্রযুক্তি ব্যবহার করে Data Science ও Data Security খাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এই প্রযুক্তিগুলো আমাদের ডিজিটাল ডেটার গোপনীয়তা ও মৌলিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন। উপস্থিত ছিলেন মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আশফাকুর রহমান ও এনামুল হাসান, ট্রেজারার জিয়াউর রহমান, ঢাকা জেলা কমিটির ট্রেজারার ইসমাইল হোসেন, পাবলিকেশন উপকমিটির সদস্য সচিব এম এস রহমান সজীব এবং সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব রাশেদা আক্তার সুমি প্রমুখ।
সেমিনারের শেষে সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন তার সমাপনী বক্তব্যে বলেন, “তরুণ পেশাজীবীদের প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তুলতে আমরা এ ধরণের সেমিনার আরও নিয়মিত আয়োজন করব।”
No tags found for this post.
মন্তব্য করুন