নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

বিনিয়োগে বিদেশীদের ছাড়িয়ে স্থানীয়রা, ছয় মাসে মোট প্রস্তাব ১২৫ কোটি ডলার।

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দেশে ১২৫ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সহ অন্যান্য সরকারি সংস্থা। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীদের প্রস্তাবের পরিমাণই বেশি, প্রায় ৭০ কোটি ডলার। বিদেশী বিনিয়োগ প্রস্তাব এসেছে ৪৬ কোটি ৫০ লাখ ডলারের।

গতকাল (২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় এ তথ্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন আন্তর্জাতিক বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আসা মোট ১২৫ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাবের মধ্যে যৌথ উদ্যোগের প্রস্তাব ছিল ৮ কোটি ৫০ লাখ ডলারের। বিদেশী বিনিয়োগ প্রস্তাবগুলোর মধ্যে সবচেয়ে বড় উৎস ছিল চীন। দেশটি একাই প্রায় ৩৩ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। এছাড়া সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকেও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগের আগ্রহ দেখানো হয়েছে।

বিডার কর্মকর্তারা সভাকে অবহিত করেন যে, মোট প্রস্তাবের মধ্যে এখন পর্যন্ত ২৩ কোটি ১০ লাখ ডলারের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। সে হিসেবে প্রস্তাব বাস্তবায়নের হার দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ, যা ১৫ থেকে ২০ শতাংশের বৈশ্বিক গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিনিয়োগের অগ্রগতির পাশাপাশি বৈঠকে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট পরিস্থিতি নিয়েও বিশদ আলোচনা হয়। দীর্ঘদিন ধরে বন্দরে প্রায় সাড়ে ছয় হাজার কন্টেইনার আটকে থাকায় সৃষ্ট সংকট নিরসনের ওপর জোর দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কমিটিকে জানায়, জট কমাতে গত দুই মাসে এক হাজারের বেশি কন্টেইনার নিলামে বিক্রি করা হয়েছে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী নিলাম প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। আগামী মাসে আরো ৫০০ কন্টেইনার নিলামে তোলার প্রস্তুতি চলছে বলেও সভায় জানানো হয়।

সভায় বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সম্মিলিত অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ বিজনেস পোর্টাল’ (বিবিপি)-এর অগ্রগতিও পর্যালোচনা করা হয়। জানানো হয়, প্ল্যাটফর্মটির উন্নয়নকাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এর পরীক্ষামূলক উদ্বোধন এবং মাসের শেষ নাগাদ পূর্ণাঙ্গ চালুর পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগে কে কার প্রতিপক্ষ, পূর্ণাঙ্গ তালিকা

ইসরায়েলের হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

সদরপুরে সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি দখলের অভিযোগ

চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ভূ-রাজনৈতিক হিসাবনিকাশে সতর্কতা

বিনিয়োগে বিদেশীদের ছাড়িয়ে স্থানীয়রা, ছয় মাসে মোট প্রস্তাব ১২৫ কোটি ডলার।

সদরপুরে সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি দখলের অভিযোগ

পাবনায় একই বাড়িতে দুইবার ডাকাতির ঘটনা, আতঙ্কে পরিবার

কিশোরগঞ্জ জেলা কারাগারে সহকারী প্রধান কারারক্ষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১১

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

১২

গণতান্ত্রিক ক্যাম্পাস সংস্কৃতিই হোক ডাকসুর মূলমন্ত্র ।। ইন্দ্রাণী অধিকারী

১৩

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ

১৪

প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ‘ভূতের মুখে রাম রাম ’

১৫

ফ্যাকাল্টি ফার্স্ট-পিএইচডিধারীদের বাদ দিয়ে ‘কম যোগ্যতাসম্পন্ন’ আওয়ামী অনুগতদের সুপারিশের অভিযোগ

১৬

ডাকসু ভিপি প্রার্থী জালাল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

১৭

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

ভুয়া পরিচয়ে জিডি : আইনি প্রক্রিয়ার অপব্যবহার!

১৯

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

২০