বরমী বাজার ঐতিহ্যবাহী হয়ে উঠার প্রধান বানিজ্যিক পথ হচ্ছে নৌ পথ আর এই নৌ পথ কে কেন্দ্র করে গড়ে উঠেছে বরমী বাজার খেয়াঘাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ব্যবসা বানিজ্যের জন্য নৌ পথ ব্যবহার করে এখানে এসে নৌযান গুলো ভেড়ায়। ঐতিহ্য বাহী বরমী বাজার ও বানর দেখতে এবং বরমী বাজারের ঐতিহ্য বহনকারী এই খেয়াঘাটে ছুটির দিন বা ঈদ কেন্দ্রীক বা বিভিন্ন অবসর সময়ে একটু প্রশান্তির জন্য ঐতিহ্যে গাঁথা নদীর সৌন্দর্য দেখার জন্য আশপাশ সহ বিভিন্ন দূরবর্তী এলাকার পর্যটকদের ঢল নামে।
বরমী বাজার খেয়াঘাটের কিছু দৃশ্য ঐতিহ্য নয় যেন ময়লার স্তুপে গাঁথা বরমী বাজার খেয়াঘাট। ময়লার দুর্গন্ধে বমি হয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দিন দিন বরমীর ঐতিহ্য গুলো এরকম ময়লার স্তুপে ডাকা পরে যাচ্ছে অযোগ্য নেতৃত্বের কারণে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ কারো মাথায় যেন বরমীর সৌন্দর্য বর্ধন নিয়ে কোনো ভাবনায় কাজ করছে না। দিন দিন বরমীর সৌন্দর্য এবং ঐতিহ্য যেন শুধু নষ্ট হয়েই যাচ্ছে! পরিবেশ বান্ধব বরমী বাজার গড়তে হলে যেভাবে মনিটরিং বা কাজ করা প্রয়োজন সেভাবে তো হচ্ছেই না উল্টো পরিবেশ নষ্টের দিকেই যেন কাজ হচ্ছে।
এ বিষয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি শিক্ষাবিদ রওশন হাসান বলেন শীতলক্ষ্যার পাড়ে অতীতেও আমরা দূষনরোধে দাড়িয়েছি, কতৃপক্ষের আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্বতায় পাইনি। তবে এলাকার জনগণের জীবিকা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও কৃষি কাজের জন্য শীতলক্ষ্যার দূষণরোধে আরও কার্যক্রম চালিয়ে যেতে চাই।
এ বিষয় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নুরুল আমিন প্রধান বলেন আগেও শীতলক্ষ্যা নদীর বিষয়ে বিভিন্ন অভিযান চালিয়েছি, তবে সু-নির্দিষ্ট কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো
No tags found for this post.
মন্তব্য করুন