আমার অঘুম নিয়ে তুমি আর প্রশ্ন করো না
চোখের সামনে শুধু ভেসে থাকে
কাফন পরানো শতশত শিশু-কিশোরের লাশ
শিশু মানে একতাল মাংসের দলা
কারও মুণ্ডু নেই,
কারও বা অধর হাত পা;
পৃথিবীতে ঝরে পড়া সবার দস্তুর—
এখন শিশুরা ঝরে নেতানিয়াহুর
গনগনে অগ্নিশ্বাসে
নিস্তব্ধ পাড়ার সব বাড়িঘর ধ্বস্ত আজ
নগরে কোথাও কোন বৃক্ষ নেই পক্ষী নেই
এমনকি তেলাপোকাও আর এখানে টিকতে পারেনি
আমার অঘুম নিয়ে আমি থাকি
কখনও আঙুল চুষি কখনওবা ছিঁড়ি চুল
আহ্নিক বার্ষিক গতি কখনও করেনি ভুল
১১ এপ্রিল ২০২৫, সকাল ১১.০২;
চট্টশ্বরী, চট্টগ্রাম
No tags found for this post.
মন্তব্য করুন