পাবনা সদর থানার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে ঘটেছে ঘটনা
দ্বিতীয়বার ডাকাতি সংঘটিত হয় ২৭ আগস্ট দুপুরে, চুরি যায় স্বর্ণ ও নগদ অর্থ
পরিবার দাবি করছে—উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হচ্ছে ডাকাতি
পাবনার সদর থানাধীন চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে একই বাড়িতে পরপর দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ ডাকাতির ঘটনা ঘটে ২৭ আগস্ট দুপুর ১টার দিকে। ওই সময় বাড়ির কর্তা মো. আনোয়ার হোসেন অসুস্থ থাকায় স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে শহরে যান। সুযোগে ডাকাতরা তাদের বসতবাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নেয়।
আনোয়ার হোসেন জানিয়েছেন, দ্বিতীয়বারের মতো ডাকাতির ঘটনায় তাদের পরিবার চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তার বাড়ি টার্গেট করা হচ্ছে। কারণ তার বাড়ির আশপাশে কয়েকজন চিহ্নিত চোর, ডাকাত ও মাদকাসক্ত রয়েছে। তিনি আরও জানান, কিছুদিন আগে জায়গা বিক্রির টাকা ঘরে রেখেছিলেন। ডাকাতরা ওই অর্থের সন্ধানেই এ ঘটনা ঘটিয়েছে। এবার ডাকাতরা ৪.৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লাখ টাকা নিয়ে গেছে।
এর আগে গত ৭ মার্চ একই বাড়িতে দিনের বেলায় তালা ভেঙে ডাকাতরা নগদ ১৫ হাজার টাকা ও ৩৫ হাজার টাকার একটি সোলার ব্যাটারি লুট করেছিল। ওই ঘটনায় মোট ৫০ হাজার টাকার ক্ষতি হয়। বিষয়টি নিয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল (ট্র্যাকিং নাম্বার: 4M218F, ডায়েরি নং-228)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক (বিপি-৮৬০৬১০৮০৭৮) বিষয়টি গ্রহণ করেছিলেন।
এবারও ঘটনা জানানো হলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আনোয়ার হোসেনকে আশ্বাস দিয়েছেন। তবে পরিবার দাবি করছে, এভাবে বারবার ডাকাতির ঘটনা ঘটায় তারা আর্থিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
No tags found for this post.
মন্তব্য করুন