চট্টগ্রাম নগরে ইয়াবার চালানসহ ধরা পড়েছে দুযুবক। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে তিনটার দিকে নগরের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। আটক দুযুবকের একজন মো. মুসা (৩০), অন্যজন ইমাম হোসেন (৩৪)। তারা দুজনই কক্সবাজারের স্থায়ী বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বন্দর বিভাগের কর্ণফুলী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের। তাঁকে সহায়তা করেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফ ও কর্ণফুলী থানার এসআই তানভীর।
জানা যায়, সেনাবাহিনীকে সাথে নিয়ে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেল থামানো হয়। মোটরসাইকেল চালকের পেছনে আরোহীকে সন্দেহ হয়। তল্লাশি করে তার হাতে থাকা একটি রেইন কোর্টের ভেতরে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা পাওয়া যায়। যেখানে ১ হাজার ৯৭৬টি ইয়াবা ছিল।
যোগাযোগ করা হলে টিআই আবু সাঈদ বাকের আলোকিত চট্টগ্রামকে বলেন, যৌথবাহিনীর উদ্যোগে চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলকে সিগনাল দিই। কাগজপত্র যাচাইয়ের সময় বাইকের পেছনে থাকা আরোহীকে সন্দেহ হলে তাকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন