রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান স্থপতি মোশতাক আহমেদের বাবা, মুক্তিযুদ্ধের বীর সন্তান মো. গোলাম মোস্তফা আর নেই। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার মৃত্যুতে রাজউক পরিবার গভীরভাবে শোকাহত। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এক শোকবার্তায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত দেশপ্রেমিক ও মহৎ মানুষকে হারালাম। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
রাজউকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরাও মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বাদ মাগরিব রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্বজনরা অংশ নেন। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
পিরোজপুর জেলার সন্তান গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে অংশ নেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি স্থানীয় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন