আজকের বাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

আন্তর্জাতিক ক্রিকেটে রাসেল যুগের সমাপ্তি

কিংস্টনের স্যাবাইনা পার্কে ম্যাচ শেষে জ্যামাইকার সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি আন্দ্রে রাসেলকে গিটার সদৃশ ব্যাট উপহার দেন। মঞ্চে যেভাবে কোনো বিশ্ববিখ্যাত গিটারিস্ট নিজের গিটারের সুরের মূর্ছনায় সবাইকে মাতিয়ে রাখেন। তেমনিভাবে পুরো ক্যারিয়ার জুড়ে ২২ গজে নিজের ব্যাটকে গিটারের মতো কাজে লাগিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রেখেছেন।

 

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগেই ৩৭ বছর বয়সী রাসেল জানিয়েছে দিয়েছিলেন, নিজ জন্মস্থান কিংস্টনের স্যাবাইনা পার্কে টানবেন নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি। যেখান থেকে উঠে এসে একজন দক্ষ সেনাপতির মতো গোটা ক্রিকেট বিশ্ব শাসন করেছেন। ব্যাট-বল হাতে সমানতালে নিজের দূরদর্শিতা দেখেছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যা চলমান থাকবে।

এর আগে ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর একদিনের ক্রিকেটে আর ফেরেননি তিনি। আগামী বছর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মহারণের আগে তরুণদের সুযোগ করে দিয়েই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের প্রসঙ্গে রাসেল জানিয়েছিলেন, ‘আমার মনে হয়েছে, এখনই থেমে যাওয়ার সময় এসেছে। এখান থেকেই ছেলেরা (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে) এগিয়ে নেবে। দলে বেশ কয়েক জন ভালো খেলোয়াড় আছে। শেফার্ড বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। রাদারফোর্ড, জোসেফ এবং জেসন হোল্ডারের মতো দুর্দান্ত
খেলোয়াড়ও দলে আছে।’

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে নিজের স্বভাবসূলভ ব্যাটিং করেছেন রাসেল। এই ম্যাচে তার একটাই ইচ্ছে ছিল, বিজয়ী বেশে মাঠ ত্যাগ করা। ইনিংসের মাঝখানে রাসেল বলেছিলেন, ‘শুধু হারের নোটে শেষ করতে চাই না, এটা আমার এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ।’ নিজের শেষ ব্যাট হাতে ১৫ বল খেলে ৩৬ রান করেন। যদিও জোশ ইংলিস ও ক্যামেরন গ্রিনের ১৩১ রানের জুটিতে ভর করে আট উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছিলেন অজিরা। পুরো ক্যারিয়ার জুড়ে রাসেলের মনোবল এবং আত্মবিশ্বাস ছিল ইস্পাতদৃঢ়। ভালোবেসে তার ভক্ত-সমর্থকরা ডাকতেন ‘দানব’ নামে। তবে বিদায় বেলা নিজের অশ্রু ধরে রাখতে পারেননি সময়ের অন্যতম এই তারকা। নিজে যে রক্ত-মাংসের মানুষ। সেটাই যেন তিনি আরেকবার প্রমাণ করলেন।

ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে রাসেল তার দীর্ঘপথ চলায় যারা সঙ্গী ছিলেন এবং যারা সমর্থন দিয়েছেন, তাদের ধন্যবাদ জানান। বলেন, ‘আমি আবারও ধন্যবাদ জানাতে চাই। এখানে আমার ক্যারিয়ার শেষ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমার ঘরের দর্শক, পরিবার এবং বন্ধুদের সামনে খেলেছি। ফলাফল আমার পছন্দ হয়নি, তবে দিনের শেষে আমি খুশি এবং কৃতজ্ঞ।’

মাঠে উপস্থিত দর্শকদের উদ্দেশে রাসেল বলেন, ‘গত দুই ম্যাচে দর্শকরা অসাধারণ ছিল, সত্যিই এটির জন্য কৃতজ্ঞ। আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে, এখনই সময় এসেছে আমার খেলা থামিয়ে দেওয়ার এবং ছেলেদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানানোর। স্যাবাইনা পার্কে এই অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পেরে আমি কৃতজ্ঞ।’

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগে কে কার প্রতিপক্ষ, পূর্ণাঙ্গ তালিকা

ইসরায়েলের হামলায় ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত

নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা: সিইসি

লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

সদরপুরে সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি দখলের অভিযোগ

চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ভূ-রাজনৈতিক হিসাবনিকাশে সতর্কতা

বিনিয়োগে বিদেশীদের ছাড়িয়ে স্থানীয়রা, ছয় মাসে মোট প্রস্তাব ১২৫ কোটি ডলার।

সদরপুরে সাবেক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সরকারী সম্পত্তি দখলের অভিযোগ

পাবনায় একই বাড়িতে দুইবার ডাকাতির ঘটনা, আতঙ্কে পরিবার

কিশোরগঞ্জ জেলা কারাগারে সহকারী প্রধান কারারক্ষীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

১১

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

১২

গণতান্ত্রিক ক্যাম্পাস সংস্কৃতিই হোক ডাকসুর মূলমন্ত্র ।। ইন্দ্রাণী অধিকারী

১৩

নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, বৃহস্পতিবার প্রকাশ

১৪

প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকার চান, ‘ভূতের মুখে রাম রাম ’

১৫

ফ্যাকাল্টি ফার্স্ট-পিএইচডিধারীদের বাদ দিয়ে ‘কম যোগ্যতাসম্পন্ন’ আওয়ামী অনুগতদের সুপারিশের অভিযোগ

১৬

ডাকসু ভিপি প্রার্থী জালাল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

১৭

শিক্ষার্থীদের পুলিশের ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

ভুয়া পরিচয়ে জিডি : আইনি প্রক্রিয়ার অপব্যবহার!

১৯

ফজলুর রহমানের দলীয় সব পদ ৩ মাসের জন্য স্থগিত

২০