জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের আয়োজনকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সাবেক ছাত্রনেতারা। তাদের মতে, দীর্ঘদিন শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই শূন্যতার সুযোগে সরকারি দলের ছাত্র সংগঠনগুলো পেশিশক্তির জোরে আধিপত্য বিস্তার করেছে, গায়ের জোরে নিজেদের প্রতিনিধি সাজিয়েছে এবং ছাত্রসমাজের মৌলিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে।
সাবেক নেতারা বলছেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তবে ডাকসু নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনের জয়-পরাজয়ের মাপকাঠি হিসাবে দেখা ঠিক হবে না। যদিও জাতীয় নির্বাচনের আগে এটি হবে একটি বড় বার্তা, যদি নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়।
ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “শিক্ষার্থীদের নির্বাচিত সংসদ থাকা উচিত, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। উকিল, প্রকৌশলী বা শ্রমিকের যদি সমিতি থাকে, ছাত্রদের থাকবে না কেন? ছাত্রদের দাবি-দাওয়া, অভিযোগ ও আশা-আকাঙ্ক্ষা প্রকাশের জন্য নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ দরকার। অন্যথায় পেশিশক্তি ও হেলমেট বাহিনী গায়ের জোরে প্রতিনিধি সাজে, ছাত্রসমাজকে কলঙ্কিত করে।”
ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, “শেখ হাসিনা সরকারের পতনের পর বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। শিডিউল না হলেও বলা যায় জাতীয় নির্বাচন ঘোষিত। এর আগে ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব রাখত। তবে এখন কারা জিতবে বা কতটা প্রভাব ফেলবে, তা বলা কঠিন। তবুও আশা করি নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।”
ডাকসুর সাবেক জিএস মুশতাক হোসেন মনে করেন, জাতীয় ও ছাত্র নির্বাচন আলাদা হলেও একে অপরকে পর্যবেক্ষণ করবে। তিনি বলেন, “যদি ডাকসু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুন্দরভাবে হয়, তাহলে তা জাতীয় নির্বাচনের জন্য একটি ভালো বার্তা হবে।”
অন্যদিকে সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, “এই নির্বাচন জাতীয় নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না। তবে বিভিন্ন প্যানেল থেকে শিক্ষার্থীদের গ্রহণযোগ্য প্রার্থী বিজয়ী হলে ভালো নেতৃত্ব উঠে আসবে। এতে একটি সুন্দর ও সমন্বিত নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।”
সাবেক নেতাদের মতে, ডাকসুসহ সব বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। একইসঙ্গে এটি জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
No tags found for this post.
মন্তব্য করুন