ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মার্চ ২০২৫-এর কর্মমূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া। পরিসংখ্যানভিত্তিক কর্মমূল্যায়নের মাধ্যমে জামালপুর জেলা “শ্রেষ্ঠ জেলা” হিসেবে নির্বাচিত হয়েছে।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা’র নেতৃত্বে জেলা পুলিশ মার্চ মাসে ৬৩.৫১ স্কোর অর্জন করে শীর্ষস্থানে অবস্থান করে। নিচে উল্লেখযোগ্য সাফল্যসমূহ তুলে ধরা হলো:
মামলা নিষ্পত্তি: ১৮৭টি
ক্লু-লেস মামলা নিষ্পত্তি: ২০টি
সিআর মামলা নিষ্পত্তি: ৪১টি
মোট ওয়ারেন্ট নিষ্পত্তি: ৫৭৩টি
জিআর তামিল: ৬০টি, জিআর রিকল: ১৮০টি
সিআর তামিল: ১১০টি, সিআর রিকল: ১৪৩টি
সাজা তামিল: ৪৪টি, সাজা রিকল: ৩৬টি
৯৯৯ সেবা নিষ্পত্তি: ৩৪২টি
নিয়মিত মামলার আসামি গ্রেফতার: ৩২৭ জন
ভিকটিম উদ্ধার: ২৩ জন
বিট ভিজিট: ২২টি
মাদক ও অবৈধ দ্রব্য উদ্ধার:
হেরোইন: ১২ গ্রাম, ফেন্সিডিল: ১,৪৩৪ বোতল, গাঁজা: ১৪ কেজি ৫৫৫ গ্রাম, ইয়াবা: ৮৭৩ পিস, বিদেশি মদ: ৮০ বোতল, দেশি মদ: ৪৭ লিটার এবং অন্যান্য: ২,১৮৭টি।
শ্রেষ্ঠ সার্কেল:
দ্বিতীয় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সম্মাননা পেয়েছেন জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর। অপরাধ দমন ও জননিরাপত্তায় তাঁর নেতৃত্ব ছিল প্রশংসনীয়।
শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র):
পলাশ কুমার রায়, উপ-পরিদর্শক (এসআই), জামালপুর সদর থানা, শ্রেষ্ঠ নিরস্ত্র এসআই নির্বাচিত হয়েছেন তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য।
ময়মনসিংহ রেঞ্জের এই মাসিক কর্মমূল্যায়ন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান জামালপুর জেলা পুলিশের নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্জন অন্যান্য জেলার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মন্তব্য করুন