গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোমবাড়ীচালা এলাকায় অবস্থিত এটিএস অটো সোয়েটার লিমিটেড ফ্যাক্টরিতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় সংঘটিত এই ঘটনায় একটি সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাক্টরির মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ ঘটনায় গত শুক্রবার (২৩ এপ্রিল ২০২৫) আনুমানিক রাত ১১.৪০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
ডাকাতরা তিনজন নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ফ্যাক্টরির ইলেকট্রিক সাব স্টেশন রুমে আটকে রাখে। এরপর তারা প্রায় ২ কোটি টাকা মূল্যের বৈদ্যুতিক ক্যাবল (৩০ হাজার ফুট), ইউপিএস ক্যাবল, এবং প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি লুট করে কাভার্ডভ্যান ও পিকআপে করে পালিয়ে যায়।
এ ঘটনায় ফ্যাক্টরির প্রশাসনিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে শ্রীপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৭, তারিখ ২১ এপ্রিল ২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন আসামি হলেন— ১.মোঃ চাঁন মিয়া (২৮), পিতা-সৈয়দ আলী, গ্রাম-মানুখোলা, বৈরাগিরচালা, শ্রীপুর, জেলা-গাজীপুর। ২.অনিল বাবু (৩৬), পিতা-কৃষ্ণ, গ্রাম-মরিরচালা, সাগরদিঘী, ঘাটাইল, জেলা-টাঙ্গাইল। ৩.মোঃ রুহুল আমিন (৩৫) পিতা-মোঃ আঃ রহমান, গ্রাম-হাতিলেট, বাউলাবাজার, ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ।
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর, বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, ২৩ এপ্রিল ২০২৫ তারিখ রাতে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন সিডস্টোর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করে র্যাব।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং ১০,৩৭০/- টাকা নগদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের শ্রীপুর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই ঘটনাটি স্থানীয় এলাকাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
মন্তব্য করুন