আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে আরো অন্তত এক বছর মেজর লিগ সকারে (এমএলএস) দেখা যেতে পারে। ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করতে যাচ্ছেন বলে জানা গেছে।
মায়ামির সঙ্গে ৩৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ীর বিদ্যমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা থাকলেও, দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, মেসি চুক্তি নবায়ন করতে পারেন। শীঘ্রই একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তিনি।
এই চুক্তির ফলে ২০২৬ সালে মায়ামির ১ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত নতুন স্টেডিয়ামে খেলার সময়ও তিনি দলের সঙ্গে থাকবেন।
২০২৩ সালে ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে আমেরিকান ফুটবলে নতুন উদ্দীপনা এনেছেন। তার সঙ্গে সাবেক বার্সেলোনা সতীর্থ জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ এই দলে খেলেন। যা এমএলএস-এর জনপ্রিয়তা বাড়িয়েছে।
মন্তব্য করুন